ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

ভালুকায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার

ভালুকায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে পৃথক একটি জায়গা থেকে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা জাহিদ হোসেনের স্ত্রী সিনথিয়া আক্তার (২৪) তার সাড়ে তিন বছরের শিশুকন্যাকে নিয়ে
বসত ঘরে ঘুমিয়ে ছিলো। সকালে দরজা বন্ধ দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করে। এসময় মা-মেয়ের সাড়া না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে দুপুরে ফ্যানের সাথে বাঁধা মা ও শিশুকন্যার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

এছাড়াও ডাকাতিয়া বিন্নরীপাড়া থেকে আরেক স্কুল ছাত্রের ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করে পুলিশ ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে মরদেহ। 

এসবি/