চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে ‘চিপ-যুদ্ধ’
আজহারুল ইসলাম
প্রকাশিত : ০৯:৫০ এএম, ৫ জুলাই ২০২৩ বুধবার
যুক্তরাষ্ট্রে চিপ প্রযুক্তির উপাদান জার্মেনিয়াম ও গ্যালিয়াম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলো চীন। চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পাল্টা জবাবেই এ সিদ্ধান্ত দেশটির। এতে দুই পরাশক্তির সম্পর্কের তিক্ততা আরও বাড়ার শঙ্কায় বিশ্লেষকরা।
গত বছরের অক্টোবরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ব্যবহার করা কম্পিউটার চিপ এবং চিপ তৈরির সরঞ্জাম চীনে রপ্তানি বন্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা আসে চীনের নির্দিষ্ট কিছু কারখানায় চিপ উৎপাদনে জড়িত মার্কিন নাগরিক ও অন্য স্থায়ী বাসিন্দাদের ওপরও।
এর জবাবে যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাকটার, টেলিযোগাযোগ এবং বৈদ্যুতিক যান তৈরির সরঞ্জামের দুটি গুরুত্বপূর্ণ ধাতু জার্মেনিয়াম ও গ্যালিয়াম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। পহেলা আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
চীন বলছে, যারা ধাতু দুটি রপ্তানি করতে চান তাদের বাণিজ্য মন্ত্রণালয়ে লাইসেন্সের আবেদনের পাশাপাশি বিদেশি ক্রেতাদের আবেদনের বিবরণও প্রকাশ করতে হবে।
জার্মেনিয়াম ও গ্যালিয়াম ধাতু দুটিকে চীনের জাতীয় নিরাপত্তা সংস্থার অধীনে আনা হবে। এই চিপযুদ্ধে মার্কিনিরা এগিয়ে থাকলেও চীনের পদক্ষেপ বিশ্ব অর্থনীতিকে নতুন আকার দিতে চলেছে।
বিশ্লেষকদের শঙ্কা, চিপ শিল্প ঘিরে দুই দেশের আক্রমণাত্মক অবস্থান দ্বন্দ্বকে আরও প্রকট করবে।
এএইচ