ছুটি শেষে ৯ জুলাই থেকে নিয়মিত বিচারকার্যে ফিরবে সুপ্রিমকোর্ট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫২ পিএম, ৫ জুলাই ২০২৩ বুধবার
ঈদুল আযহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টে অবকাশ শেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে ৯ জুলাই।
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জুলাই থেকে বিচারকার্য পরিচালনার জন্য ৫৪ টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত এসব বেঞ্চের বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
গত ২২ জুন থেকে শুরু হয়ে ৮ জুলাই পর্যন্ত ঈদুল আযহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টে অবকাশ মিলিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকছে।
সূত্র: বাসস
এমএম//