ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

ওয়াগনার প্রধান এখনও রাশিয়ায়: বেলারুশ প্রেসডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০১ পিএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

বেলারুশের প্রেসডেন্ট লুকাশেঙ্কো বলেছেন, ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এখনও রাশিয়ায় আছেন।  

বিদেশী মিডিয়ার সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার একথা বলেন লুকাশেঙ্কো। 

তিনি বলেন, ‘প্রিগোজিন যতোটা জানি, তিনি সেন্ট পিটার্সবার্গে আছেন। তিনি বেলারুশে নেই।’

গত মাসে ব্যর্থ বিদ্রোহের পর প্রিগোজিনের বেলারুশে চলে যাওয়ার জন্য ক্রেমলিনের সাথে চুক্তি সত্ত্বেও বেলারুশের প্রেসিডেন্ট এ কথা বলেন।

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর অন্যতম সহযোগী ও ভাড়াটে বেসরকারি সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন। তিনি বলেছেন, মিথ্যা যুক্তি দিয়ে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়েছে। ইউক্রেন আক্রমণের পেছনে ক্রেমলিন বিভিন্ন যুক্তি দেখালেও, সেগুলো রুশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মিথ্যাচার ছিল।

এএইচ