ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

নতুন অধিনায়কের নাম জানাল বিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১২ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। এ সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন টাইগার দলপতি তামিম ইকবাল। এতে আফগান সিরিজের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাগরিকার পাড়ে আফগানিস্তান সিরিজে অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। আর সিরিজে তার সহ-অধিনায়ক ছিলেন লিটন দাস। তবে বুধবার সিরিজের প্রথম ম্যাচটি ছিল তামিমের ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ। গতকাল তার অবসর ঘোষণায় লিটনকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি নিশ্চিত করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। 

এর আগে বৃহস্পতিবার রাতে জরুরি সভা শেষে সংবাদমাধ্যমের সামনে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের কাছে ওয়ানডের অধিনায়ক তামিম। এখন অবধি সেটা আছে। কোনো কারণে তামিম না খেললে সহ অধিনায়ক নেতৃত্ব দেবে। লিটন দাস রয়েছে।’ 

কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও নেতৃত্ব দিয়েছিলেন লিটন। চোটে পড়ায় টেস্টে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলতে পারেননি। ফলে সহ-অধিনায়ক থেকে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন লিটন।

মিরপুর টেস্টে লিটনের নেতৃত্বে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। আর সীমিত ওভারে নেতৃত্ব বাংলাদেশের এই ব্যাটারের কাছে নতুন কিছু নয়। গত বছরের ডিসেম্বরে লিটনের নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল ভারতের বিপক্ষে। 

এমএম//