ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭ এএম, ৯ জুলাই ২০২৩ রবিবার

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। 

স্থানীয় সময় শনিবার (৮ জুলাই) ভোরে মুরিয়েটা শহরের একটি বিমানবন্দরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। উড়োজাহাজটি লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে এসেছিল।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। 

রিভারসাইড কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, আগুন নেভাতে দমকলকর্মীদের এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। এসময় উড়োজাহাজের আগুনে প্রায় এক একর এলাকার গাছপালা পুড়ে যায়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রীক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত। উড়োজাহাজের সকল যাত্রীই মারা গেছেন বলে আশংকা করা হচ্ছে। 

পুরো এলাকা ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ।

এএইচ