ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বিরূপ আবহাওয়ার প্রভাবে ঝুঁকির মুখে পড়তে পারে চীনের খাদ্য নিরাপত্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১০ জুলাই ২০২৩ সোমবার | আপডেট: ০৪:১৭ পিএম, ১০ জুলাই ২০২৩ সোমবার

আবহাওয়ার বিরূপ প্রভাবে চীনের খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির আবহাওয়াবিদরা ধারণা করছেন, আগামী কয়েকসপ্তাহ কিংবা আগামী মাসগুলোতে দেশে মারাত্মক ‘এল নিনো’-এর প্রভাব বাড়বে। এতে দেশের দক্ষিণে বন্যা এবং উত্তরে খরার আশঙ্কা রয়েছে।  সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, বিরূপ আবহাওয়ায় গত দুই দশকে চীনের মোট ধানের ফলন এক-দ্বাদশাংশ কমেছে।

চীনের জরুরী ব্যবস্থাপনা বিভাগ মে মাসের শেষ সপ্তাহে সতর্ক করে বলেছিল, দেশের উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের শীর্ষ শস্য উৎপাদনকারী প্রদেশগুলো জুন থেকে আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত, বন্যা ও শিলাবৃষ্টির মুখোমুখি হতে পারে। অন্যদিকে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান ক্রমাগত খরার সম্মুখীন হচ্ছে।

গত রোববার চীনের জাতীয় জলবায়ু কেন্দ্র (এনসিসি) বলেছে, গত ছয় দশকের মধ্যে এবার সর্বোচ্চ তাপমাত্রার দিন রেকর্ড করেছে। এমন তাপপ্রবাহ চীনের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে বেশ বিরল।

এনসিসির এক বিজ্ঞপ্তি অনুযায়ী, চীন এ বছর গড়ে ৪.১ দিন রেকর্ড করেছে, যখন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। ১৯৬১ সালের পর যা সর্বোচ্চ রেকর্ড। 

চীন আবহাওয়া প্রশাসন এবং স্টেট ফরেস্ট্রির তৈরি এক প্রতিবেদন অনুযায়ী, এল নিনোর মারাত্মক প্রভাবে চীন এই ঝুঁকিতে পড়েছে।

উল্লেখ্য ২০২২ সালে চীন বিশ্বের বৃহত্তম গম আমদানিকারী দেশ ছিল। বর্তমানে চীনের অর্থনীতি ভালো না থাকায় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ইতোমধ্যে দেশটি থেকে তাদের জিডিপি প্রবৃদ্ধির ফোরকাস্ট ৫.৫ শতাংশ থেকে ৫.১ শতাংশে কমিয়ে এনেছে। এতে চীনের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

(সূত্র: এএনআই)

কেআই//