টেকনাফ সীমান্তে ৪ কেজি আইস উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ১০ জুলাই ২০২৩ সোমবার
কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে চার কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, সোমবার ভোর রাতে নাফ নদীর তীরবর্তী টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ায় এ অভিযান চালানো হয়। তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, সোমবার ভোর রাতে টেকনাফ পৌরসভায় নাফ নাইট্যং পাড়াস্থ স্থানীয় একটি বরফ কল এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর শূণ্যরেখা অতিক্রম করে সন্দেহজনক দুই ব্যক্তিকে ছোট একটি বস্তাসহ কূলের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো অন্ধকারে কেওড়া বাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়।
“ পরে লোকগুলোর ফেলে যাওয়া বস্তার ভিতরে পাওয়া যায় ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস।''
বিজিবির এ কর্মকর্তা জানান, উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেআই//