ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আড়িয়াল খাঁ নদে বাল্কহেড ডুবে তিন শ্রমিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১০ জুলাই ২০২৩ সোমবার

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে বালুবোঝাই বাল্কহেড ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার একারনলী গ্রামের আফজাল হোসেনের ছেলে ইছা (২২), রংপুরের কাউনিয়া উপজেলার সিবু দোকারী গ্রামের ফজলু রহমানের ছেলে একরামুল (৩৫) এবং ভোলার দুলারহাট উপজেলার আহমেদপুর গ্রামের সিরাজুল ইসলাম নাজিরের ছেলে আলাউদ্দিন (৪৫)।

সোমবার (১০ জুলাই) দুপুরে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নদ খননের বালু পাড়ে আনার কাজে ব্যবহৃত হতো বাল্কহেডটি। সোমবার দুপুরে নদের পাড়ে বাল্কহেডটি উল্টে ডুবে যায়। এ সময় বাল্কহেডের মধ্যে তিন শ্রমিক আটকা পড়েন। পরে স্থানীয়রা তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।  

শিবচর উপজেলার কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করি।
কেআই//