ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

আফগান উইকেট পড়ছে টপাটপ, টাইগার শিবিরে উচ্ছ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১১ জুলাই ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৩:৫৮ পিএম, ১১ জুলাই ২০২৩ মঙ্গলবার

গত ম্যাচের দুই আফগান ওপেনার সেঞ্চুরিয়ানকেই প্রথম ছয় ওভারের মধ্যে কুপোকাত করে ফেলেছে টাইগাররা। প্রথম দশ ওভারে  চার উইকেট হারিয়ে হতাশায় পরে আফগান শিবির। এরপর এক এক করে উইকেট পড়তে থাকে আর হতাশাও বাড়তে থাকে আফগান শিবিরে।  

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেই পর পর আফগান দুই উইকেটকে সাজঘরে পাঠিয়েছে টাইগাররা। গত ম্যাচে আফগান দুই ওপেনার ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৬ রান করেছিলেন। তবে আজ ইনিংসের শুরুতেই আফগান শিবিরে জোড়া আঘাত করেন পেসার শরীফুল।

ইব্রাহিম জাদরানের এক রানে বিদায়ের পর একই ওভারে শূন্য রানে ফিরতে হয়েছে রহমত শাহকে।  টিকে ছিলেন আরেক ওপেনার গুরবাজ।

তবে ছয় ওভারে তাকেও ফিরতে হয় তাসকিনের বলে। এরপর এলবিডব্লিউ হন মোহম্মদ নবী। 

এদিকে  ওপেনার গুরবাজও ২২ বলে ৬ রান করে ক্যাচ আউট হন তাসকিনের বলে। তার উকেটটি ধরে ফেলেন মুশফিক। 

রান পঞ্চাশ পেরোতে না পেরোতেই তাইজুলের বলে আউট হন হাসমতুল্লাহ শাহিদি। ৫৪ বলে মাত্র ২২ রান করেন তিনি। 

৯ বছর পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় আফগানরা। 

বাংলাদেশ টিম মাঠে নামে তিন পরিবর্তন নিয়ে। একাদশে এসেছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং স্পিনার তাইজুল ইসলাম। ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। মুস্তাফিজুর রহমান আর হাসান মাহমুদকে বিশ্রাম দেওয়া হয়েছে।

গত শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর এবার হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় বাংলাদেশ। গত দুই ম্যাচে আফগান বোলারদের কাছে বলতে গেলে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশে দল। 

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, জিয়া আকবর, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও জিয়া আকবর।

এসবি/