আফগানিস্তানে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ১১ জুলাই ২০২৩ মঙ্গলবার
আফগানিস্তান ও চীনের যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফ্যান চায়না আফগান মাইনিং প্রসেসিং অ্যান্ড ট্রেডিং কোম্পানি (এফএএমপিটিসি) বলেছে, আগামী কয়েক মাসে তারা আফগানিস্তানে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। বিদ্যুৎ উৎপাদন, স্বাস্থ্যসেবা ও একটি সিমেন্ট কারখানা নির্মাণসহ বিভিন্ন শিল্প খাতে এই অর্থ খরচ করবে তারা। আফগানিস্তানের সংবাদ সংস্থা খামা প্রেসের বরাতে এই খবর দিয়েছে দ্য প্রিন্ট।
এদিকে এই বিনোয়োগের উদ্দেশ্যে ইতোমধ্যে এফএএমপিটিসির প্রতিনিধি আফগানিস্তানের রাজনৈতিক ডেপুটি এবং ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মৌলভী আব্দুল কবিরের সঙ্গে বৈঠক করে আলোচনা করেছেন।
আফগান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতির উল্লেখ্য করে খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, খুব শিগগিরই এই প্রকল্পগুলো ও কার্যক্রমগুলো পরিচালনা করা হবে। এখন সেগুলি পেশাদার এবং বিশেষজ্ঞদের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে।
'ফ্যান চায়না আফগান'-এর বিনিয়োগ প্রস্তাবের প্রতিক্রিয়ায় মৌলভী আব্দুল কবির দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের দেশটিতে বিনিয়োগের সম্ভাবনাকে স্বীকৃতি দিতে এবং সেটিকে কাজে লাগানোর আহ্বান জানান।
আফগান সরকার বিভিন্ন ধরনের শিল্প খাতের বিনিয়োগকারীদের স্বাগত জানাতে বেশ আগ্রহী। আর তার প্রমাণ মেলে সাম্প্রতিককালের চীনা সংস্থাগুলির বিনিয়োগ, বিশেষ করে খনি খাতে বিনিয়োগ প্রস্তাবে আফগান সরকারের দেখানো আগ্রহে।
প্রতিবেদন অনুযায়ী, এফএএমপিটিসি হলো আফগানিস্তানের ওয়াতান গ্রুপ এবং চীনের জিনজিয়াং সেন্ট্রাল এশিয়া পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস কোম্পানির (কেপেক) একটি যৌথ উদ্যোগ।
আফগান সরকারের কর্মকর্তাদের মতে, চীনা এই কোম্পানিটি আফগানিস্তানের লিথিয়াম মজুদে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আফগান খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় বলেছে, চীনা ছাড়াও বেশ কয়েকটি দেশ এবং বিনিয়োগকারী লিথিয়ামের মজুদে আগ্রহ প্রকাশ করেছে। এমনকি চীনারা বলেছে, তারা ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে প্রস্তুত।
তালেবানরা দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে চীন আফগানিস্তানে অর্থনৈতিক ও খনি-সম্পর্কিত প্রভাব বিস্তার করেছে। কারণ চীনা কর্পোরেশন দীর্ঘদিন ধরে দেশটির তিন ট্রিলিয়ন ডলারের বেশি লিথিয়াম খনিতে বিনিয়োগ করতে চায়।
(সূত্র-দ্য প্রিন্ট)
কেআই//