ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ভারত-ও.ইন্ডিজের ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়শিপ শুরু আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১২ জুলাই ২০২৩ বুধবার | আপডেট: ১২:৩৭ পিএম, ১২ জুলাই ২০২৩ বুধবার

ভারত-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়শিপের তৃতীয় আসরের যাত্রা শুরু হচ্ছে আজ।

ডমিনিকায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ভারত। সেই বন্ধ্যাত্ব ঘোচানোর লক্ষ্য নিয়ে আজ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু করতে যাচ্ছে টিম ইন্ডিয়া। 

এদিকে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে সম্প্রতি হতাশাজনক পারফরমেন্স করেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের খেলার  যোগ্যতা অর্জন করতেও ব্যর্ধ হয়েছে দলটি। তবে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে নতুনভাবে পথচলা শুরু করতে চায় ক্যারিবীয়রা।

২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ভারত। সেবার তারা দুই ম্যাচের টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে। সেই ক্ষত নিয়ে এবার ভারতের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।

ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, ঋুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকট এবং নবদ্বীপ সাইনি।

ওয়েস্ট ইন্ডিজ দল
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, অ্যালিক আথানাজে, ত্যাগনারায়ন চন্দরপল, রাকিম কর্নওয়াল, জশুয়া দা সিলভা, শ্যানন গাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, ক্রিক ম্যাকেঞ্জি, রেইমন রেইফার, কেমার রোচ এবং জোমেল ওয়ারিকান।

এএইচ