ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

উজানের ঢলে পানি বেড়েছে ৬১ নদীতে, নিম্নাঞ্চল প্লাবিত

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১২ জুলাই ২০২৩ বুধবার | আপডেট: ০২:০৫ পিএম, ১২ জুলাই ২০২৩ বুধবার

পানি বেড়েছে ৬১টি নদীতে, দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কা

বাড়ছে পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তাসহ উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি। দেশের মোট ৬১টি নদ-নদীর পানি বেড়েছে। পানি কমেছে ৪৬টি নদীর। এদিকে উজানের ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। 

উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি। নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। 

আগামী ৭২ ঘন্টা পর্যন্ত প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সৌমেশ্বরী নদী।

সপ্তাহের ব্যবধানে মঙ্গলবার দুপুর থেকে হঠাৎ করেই সুনামগঞ্জের খাসিয়ামারা, চেলা, কালিউর, মৌলা ও চিলাই নদী দিয়ে ঢুকতে থাকে ঢলের পানি। 

মুর্হর্তেই প্লাবিত হয়ে যায় দোয়াবাজার উপজেলার ৪ ইউনিয়ন। পানিবন্দি হয়ে পড়েন সেখানকার বাসিন্দারা। উপজেলার সাথে শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দোয়ারাবাজার ছাড়াও ঢলের পানিতে প্লাবিত হয়েছে তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চল। ঢলের পানি অব্যাহত থাকায় দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কা স্থানীয়দের।

তবে পানি উন্নয়ন বোর্ডের আশ্বাস অল্প সময়েই নেমে যাবে ঢলের পানি।

টানা বৃষ্টি আর ঢলে বাড়ছে গাইবান্ধায় নদীর পানি।  প্লাবিত হয়েছে ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চল।

রাজবাড়ীতে পদ্মার পানি বাড়ছে দ্রুত গতিতে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এএইচ