ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

শ্বশুরবাড়ি যাওয়ার আগেই নববধূর আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৫ এএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় শ্বশুরবাড়ী যাওয়ার আগেই স্বামীর সঙ্গে অভিমান করে খাদিজা খাতুন (১৮) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (১২ জুলাই) দুপুরে সলঙ্গা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার গভীর রাতে ঘুড়কা ইউনিয়নের রয়হাটি দিয়ারপাড়া গ্রামে বাবার বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

নিহত খাদিজা খাতুন ওই গ্রামে খবির উদ্দিনের মেয়ে।

নিহতের পরিবার জানায়, প্রায় ৭ মাস আগে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের হাজীপুর গ্রামের হবিবর রহমানের ছেলে এনামুল হকের সঙ্গে খাদিজার রেজিষ্ট্রি কাবিন মূলে বিয়ে হয়। কাবিন হলেও আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় বাবার বাড়িতেই থাকতেন তিনি। এ অবস্থায় স্বামীর সঙ্গে অভিমান করে মঙ্গলবার রাতের কোন এক সময় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন খাদিজা খাতুন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত নববধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ