ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

সাত দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ৫ হাজার কোটি টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪ এএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

চলতি জুলাই মাসের প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৪৭ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার ৫১ কোটি ৭৬ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, জুলাই মাসের প্রথম ৭ দিনে মোট ৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। 

রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৩৮ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ডলার।

এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ লাখ ডলার রেমিট্যান্স। 

গত জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার।

এএইচ