বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা
প্রতিনিধিদের খবর
প্রকাশিত : ১১:০৬ এএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
উজানের ঢলে বাড়ছে পদ্মা-ব্রহ্মপুত্র-যমুনার পানি। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। নিম্নাঞ্চলসহ প্লাবিত হয়েছে নতুন এলাকা। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙ্গন। গাইবান্ধায় ভাঙছে শহররক্ষা বাঁধ।
ভারী বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদনদীর পানি। প্রধান নদী পদ্মা-ব্রহ্মপুত্র-যমুনায় ৭২ ঘন্টা পর্যন্ত পানিবৃদ্ধি অব্যাহত আছে। ভোর থেকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে গাইবান্ধার শহররক্ষা বাঁধে তিন কিলোমিটার এলাকাজুড়ে দেখা দিয়েছে ভাঙন। বাঁধ ভেঙে শহর তলিয়ে যাওয়ার শঙ্কা স্থানীয়দের।
এলাকাবাসী জানান, বালু দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে তা যে কখন ভেঙে পড়ে।
গেল তিনদিন ধরে ঢলের পানিতে জলমগ্ন সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার। বিপাকে পানিবন্দি লক্ষাধিক মানুষ।
ডুবেছে গ্রামীণ জনপদ। যান চলাচল বন্ধ থাকায় সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন দুই উপজেলার।
বগুড়ার সারিয়াকান্দীতে যমুনার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ভাঙনের কবলে পড়েছে নদীপাড়ের ফসলি জমি, বসতভিটা। নদী গর্ভে বিলিন হওয়ার আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা।
এএইচ