ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫২ পিএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

ভোলায় একটি সিএনজি থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। 

বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী। 

আটককৃতরা হলেন নোয়াখালী জেলার সেনবাগ এলাকার মোঃ ইউনুছ ও তার স্ত্রী আসমা বেগম । এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, ২শ’ গ্রাম গাঁজা, সই করা তিনটি ব্লাক চেক, তিনটি এটিএম কার্ড, ৪টি মোবাইল ফোন ও ৮টি সিম কার্ড জব্দ করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলার বাংলাবাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে অভিযান পরিচালনা করে। এসময় চরফ্যাশনের আঞ্জুরহাট থেকে আসা ভোলার ইলিশাগামী একটি সিএনজিতে তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা ও স‌ই করা চেক ব‌ইসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এর দায় স্বীকার করেন। রাতেই ভোলা মডেল থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ