ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বন্যায় দিল্লির সরকারি অফিস-আদালত ও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪০ পিএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

যমুনার পানি রেকর্ড উচ্চতায় পৌঁছানোয় ভারতের দিল্লিতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সব সরকারি অফিস-আদালত ও স্কুল-কলেজ। 

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তথ্য অনুযায়ী যমুনা নদীর পানি বিপৎসীমার তিন মিটার ওপর দিয়ে বইছে। ভারতের উত্তরাঞ্চলের হিমাচল প্রদেশে টানা চার-পাঁচ দিন ধরে ভারি বৃষ্টির পানি নেমে এসে হরিয়ানা রাজ্যের হাতিনিকুন্ড ব্যারেজ উপচে পড়ছে।

ওই ব্যারেজের পানি পড়ছে যমুনায়। এরফলে এরইমধ্যে বন্যার পানি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবন ও বিধানসভার আধ কিলোমিটার দূরত্বে পৌঁছে গেছে।

ডুবে গেছে নগরীর বহু সড়ক ও বাড়িঘর। এ অবস্থায় দিল্লিতে অধিকাংশ স্কুল-কলেজ ও অফিস-আদালত বন্ধের নির্দেশ দিয়েছে কেজরিওয়াল। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে ব্যারেজের পানি ছাড়া বন্ধেরও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 
 

এসবি/