বাড়ছে পদ্মা-ব্রহ্মপুত্র-যমুনার পানি, বিপৎসীমার উপরে বইছে তিস্তা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
উজানের ঢলে বাড়ছে পদ্মা-ব্রহ্মপুত্র-যমুনার পানি। বিপৎসীমার উপর দিয়ে বইছে তিস্তা। নিম্নঞ্চলসহ প্লাবিত হয়েছে নতুন এলাকা। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙ্গন। গাইবান্ধায় ভাঙছে শহররক্ষা বাঁধ।
ভারী বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। প্রধান নদী পদ্মা-ব্রহ্মপুত্র-যমুনায় ৭২ ঘন্টা পর্যন্ত পানিবৃদ্ধি অব্যাহত আছে। ভোর থেকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে গাইবান্ধার শহররক্ষা বাঁধে তিন কিলোমিটার এলাকাজুড়ে দেখা দিয়েছে ভাঙন। বাঁধ ভেঙে শহর তলিয়ে যাওয়ার শঙ্কা স্থানীয়দের।
গেল তিনদিন ধরে ঢলের পানিতে জলমগ্ন সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার। বিপাকে পানিবন্দি লক্ষাধিক মানুষ।
ডুবেছে গ্রামীণ জনপদ। যান চলাচল বন্ধ থাকায় সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন দুই উপজেলার।
বগুড়ার সারিয়াকান্দীতে যমুনার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ভাঙনের ঝুঁকিতে ৩ কিলোমিটার এলাকার নদীপাড়ের ফসলি জমি, বসতভিটাসহ ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান।
সিরাজগঞ্জে যমুনার পানিতে চৌহালি ও এনায়েতপুরের ৯ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন চলছে। ইতোমধ্যে যমুনায় বিলিন হয়েছে ৩ শতাধিক বসতভিটা ও ৪শতাধিক একর ফসলিজমি।
উজানের ঢলে কুড়িগ্রামের নদ-নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নদী অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চল। তবে কমেছে ভাঙনের তীব্রতা।
রাজবাড়িতেও পদ্মার পানি বেড়ে ডুবছে নিচু এলাকা। ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় আমন ধান চাষ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।
এসবি/