বাজার থেকে উধাও চিনি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১৪ পিএম, ১৪ জুলাই ২০২৩ শুক্রবার
কোনোভাবেই কাটছে না চিনির সংকট। বাজার থেকে রীতিমতো উধাও চিনি। সরকার নির্ধারিত দামে মুনাফা কম হওয়ায় দোকানিরা বিক্রিই বন্ধ করেছেন। এদিকে কাঁচা মরিচের দাম কিছুটা কমে আড়াইশ’ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজার খানিকটা চড়া হলেও আগের মতোই আছে মাংসের দর।
সাপ্তাহিক ছুটির দিনে নানা অজুহাতে প্রায় সব পণ্যের বাড়তি দর।
নদীর মাছের দাম আকাশ ছোয়া। কেজি প্রতি গুণতে হবে হাজার টাকা।
সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমেছে পেঁপে-পটল, ঢেড়স, ঝিঙেসহ বেশিরভাগ সবজি। ওঠা-নামার মধ্যেই আছে মরিচের দর; কিছুটা কমে বিক্রি হচ্ছে আড়াইশ’ টাকায়।
ব্রয়লার মুরগি এখন ১৬০ টাকা। কোরবানির পর চাহিদা কমলেও অপরিবর্তিত আছে গরু-খাসির দর।
সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। লিটারে ১৪ টাকা কমে বর্তমান দর ১৭২ টাকা। প্যাকেটজাত চিনি ১৪০ টাকা হলেও সরবরাহ আবারও কমিয়ে দিয়েছে পাইকাররা।
এদিকে, আলুর দরও কমেছে কেজি প্রতি ৮ টাকা। পাইকারি ৩২ টাকার আলু খুচরা মূল্য ৩৭ থেকে ৩৮ টাকা।
বাজার বিভিন্ন সংস্থার নজরদারি থাকলেই দামে স্বস্তি ফেরে বলে জানান ক্রেতারা।
এসবি/