সুনামগঞ্জের ৫ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১৪ জুলাই ২০২৩ শুক্রবার
উজানের ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বাড়ছে। এরইমধ্যে প্লাবিত হয়েছে ৫ উপজেলার নিম্নাঞ্চল।
উজানের ঢল ও ভারী বর্ষণে খাসিয়ামারা, যাদুকাটা, চেলা ও পাটলাই নদীর পানি দু’কুল ছাপিয়ে নিম্নাঞ্চলে ঢুকে পড়ে।
প্লাবিত হয়েছে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর, বোগলা, বাংলাবাজারসহ তিনটি ইউনিয়নের নিম্নাঞ্চল।
গজারিয়া নদীর পানি বেড়ে প্লাবিত বিশম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সোনাপুর ও মনিপুরিহাটি।
অন্যদিকে তাহিরপুরের যাদুকাটা নদীর পানি বেড়ে মিছাখালী রাবারড্যাম দিয়ে পানি ঢুকেছে তাহিরপুর-বিশম্ভরপুর সড়কে।
ছাতক ও সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বড় ধরনের বন্যার পূর্বাভাস নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এসবি/