ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সৌদিতে আগুনে পুড়ে নিহত বারেকের বাড়িতে শোকের মাতম

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১৫ জুলাই ২০২৩ শনিবার

সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরের ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে নিহত সাত বাংলাদেশীর মধ্যে একজন নওগাঁর আত্রাইয়ের বারেক সরদার (৪৫)। তার মৃত্যু শুনে বিশা ইউনিয়নের উদয়পুর মণ্ডলপাড়া গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

শুক্রবার (১৪ জুলাই) রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সন্ধ্যার সময় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় বারেকও নিহত হন বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। 

 নিহত বারেক ওই গ্রামের মৃত রহমান সরদারের ছেলে। এই ঘটনা জানার পর থেকে ওই পরিবারে বইছে শোকের মাতম। উর্পাজনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে ওই পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার।

নিহত বারেক সরদারের বড় ভাই মোঃ শাহাদাত হোসেন সরদার জানান, আমরা তিন ভাই এক বোনের মধ্যে বারেক ছিল মেঝ। অভাবের সংসারের স্বচ্ছলতা নিয়ে আসতে সহায় সম্বল বিক্রি করে ২০০৬ সালে বারেককে সৌদি আরবে পাঠানো হয়। এরপর থেকে সংসারে আসে আর্থিক স্বচ্ছলতা। 

সর্বশেষ ২০১০ সালে ২ মাসের ছুটিতে বাড়িতে এসেছিল বারেক। ছুটি শেষে আবারো ফিরে যান প্রবাসে।  সৌদি আরবে গ্রামের আরও কয়েকজন রয়েছেন। তারাই বারেকের মৃত্যুর ঘটনা বাড়িতে জানান। 

তিনি আরও বলেন, বারেকের দুই মেয়ে স্ত্রী রয়েছে। বড় মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। আর ছোট মেয়ে স্কুলে পড়ে। পরিবারের একমাত্র উর্পাজনক্ষম ভাইকে হারিয়ে আমরা এখন চোখে অন্ধকার দেখছি। দুই সন্তানও এতিম হয়ে গেল। 

তার এভাবে চলে যাওয়া কিছুইতেই মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা জানান, এই ঘটনা জানার পর শনিবার সকালেই নিহত বারেকের পরিবারের সাথে দেখা করে তাদের সান্ত্বনা দিয়েছি। এছাড়া বারেকের মৃত দেহ বাংলাদেশে নিয়ে আসার সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেকুর রহমান জানান, বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানার পরেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সব ধরনের সহায়তা প্রদানসহ এবিষয়ে বিস্তারিত জানতে আমরা সার্বক্ষনিক খোঁজ খবর রাখছি।

এএইচ