চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৮ জন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৪০ পিএম, ১৫ জুলাই ২০২৩ শনিবার
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪৮ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস জানায়, নতুন ৪৮ জনসহ বিভিন্ন হাসপাতালে ২৮৯ জন রোগী চিকিৎসা নিচ্ছে। চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এক হাজার ২১৩ জন। এ পর্যন্ত মারা গেছে ১৩ জন।
এর মধ্যে গত জুনে ৬ জন এবং চলতি জুলাই মাসে ১৫ দিনে ৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে, ডেঙ্গু মোকাবেলায় আতংকিত না হয়ে জনসচেতনতার উপর গুরুত্ব দেয়ার কথা বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
এসবি/