অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ: মার্কিন সেনেট কমিটি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ১৬ জুলাই ২০২৩ রবিবার
যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক সফরের এক মাসেরও কম সময় অতিবাহিত হতেই মার্কিন কংগ্রেসের একটি সেনেটরিয়াল কমিটি অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে স্বীকৃতি দিয়ে একটি রেজল্যুশন পাস করেছে। গত বৃহস্পতিবার সেনেটর জেফ মার্কলে, বিল হ্যাগারটি, টিম কেইন এবং ক্রিস ভ্যান হোলেন এই প্রস্তাব উপস্থাপন করেন।
এনডিটিভি জানিয়েছে, এই রেজল্যুশনটি ফের নিশ্চিত করে যে ম্যাকমোহন লাইনকে চীন ও ভারতের অরুণাচল প্রদেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র।
অরুণাচল প্রদেশের বড় অংশ চীন নিজের বলে দাবি করে। এই রেজল্যুশন ওই দাবিকে প্রত্যাখান করে। চীনের ওই দাবি মূলত তাদের ক্রমবর্ধমান আক্রমণাত্মক ও সম্প্রসারণবাদী নীতির একটি অংশ। রেজল্যুশনটি এখন পূর্ণ ভোটের জন্য সেনেট ফ্লোরে যাবে।
কনগ্রেসনাল এক্সিকিউটিভ কমিশন চীনের সহ-সভাপতি সেনেটর জেফ মার্কলে বলেন, “আমেরিকার মূল্যবোধ স্বাধীনতাকে সমর্থন করে। একটি নিয়মভিত্তিক রীতি অবশ্যই বিশ্বজুড়ে আমাদের সমস্ত কার্যক্রম ও সম্পর্কের কেন্দ্রে থাকা উচিত। সেখানে বিশেষ করে চীন সরকার তাদের একটি বিকল্প দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিচ্ছে।”
তিনি বলেন, “এই রেজল্যুশনের পাস নিশ্চিত করে যে, যুক্তরাষ্ট্র অরুণাচল প্রদেশকে ভারত প্রজাতন্ত্রের অংশ হিসেবে দেখে, চীনের অংশ হিসেবে দেখে না। এই অঞ্চলে সহযোগিতার হাত বাড়াতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।”
সূত্র-এনডিটিভি
কেআই//