বৃষ্টির বাধার পর খেলা শুরু, কমল ওভার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ১৬ জুলাই ২০২৩ রবিবার
বৃষ্টির বাধার পর অবশেষে মাঠে গড়াল ম্যাচ। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাত্র ২০ মিনিট বৃষ্টি হলেও ভেজা আউট ফিল্ডের কারণে খেলা বন্ধ ছিল দেড় ঘণ্টারও বেশি সময়। তাতে কমিয়ে আনা হয়েছে ওভার। তিন ওভার কমিয়ে খেলা হবে ১৭'তে।
রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৭.২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ছিল ৩৯ রান।
২০ বলে ১১ রান নিয়ে ইব্রাহিম জাদরান ও ১৪ বলে ১১ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন মোহাম্মদ নবি। নির্ধারিত সময়ের আগে বৃষ্টি বন্ধ না হলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে যাবে লাল সবুজের প্রতিনিধিরা। সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটের জয় তুলে নিয়েছিল সাকিব বাহিনী।
এর আগে সিরিজ সমতায় ফেরার মিশনে ব্যাট করতে নেমে আক্রমণে আসা তাসকিনের প্রথম ৩ বল দেখেশুনে খেলেন গুরবাজ। এরপর চতুর্থ বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে থার্ডম্যানের ওপর দিয়ে ৫৫ মিটারের ছক্কা হাঁকান। পরের বলে আবার একই ভঙ্গিতে খেলতে চেয়েছিলেন গুরবাজ। কিন্তু এবার ফল আর আগের মতো হয়নি। তাসকিনের শর্ট লেংথের বল ক্রিজ ছেড়ে বের হয়ে খেলতে গিয়ে ওপরে তুলে দেন গুরবাজ। এগিয়ে গিয়ে তাসকিন নিজেই তালুবন্দি করে নেন। ৫ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন গুরবাজ।
তাসকিনের পর বল হাতে দাপুটে ছিলেন এক ম্যাচ পর দলে ফেরা পেসার হাসান মাহমুদও। তার ওভার থেকে আসে মাত্র ২ রান। পরের ওভারে আক্রমণে আসা তাসকিনের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান জাজাই। বিষয়টি হয়তো ভালোভাবে নেননি টাইগার পেসার। আফগান ব্যাটারকে তাই আর স্থায়ী হতে দেননি ক্রিজে। ওভারের চতুর্থ বলে জাজাইকে কট বিহাইন্ড করেন তাসকিন। অফ স্টাম্পের বাইরে গুডলেংথ থেকে লাফিয়ে ওঠা বল লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৫ বলে ৪ রান আসে তার ব্যাট থেকে। দলের হাল ধরতে ক্রিজে নেমেছেন মোহাম্মদ নবি ও ইব্রাহিম জাদরান।
সাকিবের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি এক অচেনা বাংলাদেশকে দেখছে ক্রিকেট বিশ্ব। গত মার্চে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩ ম্যাচের সিরিজে হোয়াইওয়াশ করেছিল টাইগাররা।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে যেখানে ধারশায়ী হয়েছিল, সেখানে টি-টোয়েন্টিতে দেখা গেছে ভিন্ন রূপ। হাড্ডাহাড্ডি লড়াই হলেও সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটের জয় তুলে নিয়েছে সাকিব বাহিনী। অথচ এ ফরম্যাটেই আফগানদের বিপক্ষে লাল সবুজের প্রতিনিধের পরিসংখ্যান খুব একটা ভালো না। ১০ ম্যাচে জয় মাত্র ৪টা। তার ওপর ২০১৮ সালে আছে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জাও।
তবে তাওহিদ হৃদয়, শামিম হোসেন ও শরিফুল ইসলামদের মতো তরুণদের নিয়ে চলতি সিরিজে দাপুটে বাংলাদেশকেই দেখা যাচ্ছে। যদিও সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিশ্রাম দেয়া হয়েছে পেসার শরিফুলকে। তার জায়গায় দলে ফিরেছেন আরেক তরুণ পেসার হাসান মাহমুদ। অন্যদিকে কাঁধের ইনজুরিতে ছিটকে গেছেন রনি তালুকদার। তার জায়গায় খেলছেন আফিফ হোসেন।
আফগানিস্তান দলেও এসেছে এক পরিবর্তন। ফরিদ আহমেদের জায়গায় দলে অভিষেক হয়েছে ২৩ বছর বয়সী পেসার ওয়াফাদার মোমান্দের।
কেআই//