জমকালো আয়োজনে ইন্টার মায়ামিতে মেসিকে বরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৩ এএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার
জমকালো আয়োজনে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে বরণ করে নিলো যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি।
ভিআরভি পিএনকে স্টেডিয়ামে অভ্যর্থনা অনুষ্ঠানে মেসিকে সেই চিরচেনা ১০ নম্বর জার্জি তুলে দেন মায়ামি মালিক ডেভিড বেকহাম।
আগামী ২১ জুলাই এই জার্সিতে অভিষেক হতে পারে বিশ্বকাপ জয়ী অধিরায়কের। একদিন আগেই ইন্টার মায়াসির সাথে দুই বছরের আনুষ্ঠানিক চুক্তি করেন লিও।
মায়ামির মেতো শহরকে বেছে নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন লিওনেল মেসি। মাঠের খেলায় সামর্থের সবটুকু দিয়ে মায়ামিতে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন লিও।
মায়ামিতে প্রবল ঝড়-বৃষ্টির কারণে মেসির অনুষ্ঠান এক ঘন্টা পিছিয়ে দেয়া হয়। মেসি অবশ্য তার পরিবারের সাথে ঠিক সময়েই এসেছিলেন। বৃষ্টি থামার পর মঞ্চ সাজিয়ে স্বাগত জানানো হয় সার্জিও বুসকেটসকে। তার হাতে জার্সি তুলে দেন ক্লাবের কর্তাব্যক্তিরা। এরপরেই মেসিকে মঞ্চে ডেকে নেয়া হয়। আতশবাজির আলোয় রঙিন হয়ে উঠে ড্রাইভ পিংক স্টেডিয়ামের আশপাশের আকাশ।
এক বিবৃতিতে মেসি বলেন, ‘আমেরিকা এবং ইন্টার মায়ামিতে ফুটবলজীবনের নতুন অধ্যায় শুরু করছি। আমার কাছে এটা একটা দুর্দান্ত সুযোগ। সবাই মিলে এই সুন্দর প্রকল্পটাকে এগিয়ে নিয়ে যাবার পরিকল্পনা আমার। এটাই এখন আমার নতুন বাড়ি। সকলকে সাহায্য করার জন্য মুখিয়ে রয়েছি।’
এএইচ