উপনির্বাচন
ঢাকা-১৭ আসন: জয়ের দ্বারপ্রান্তে নৌকা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১০ পিএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বিজয়ের পথে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। প্রাথমিক বেসরকারি ফলাফলে ১২০ ভোটকেন্দ্রে তিনি পেয়েছেন ২৭ হাজার ৭৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪১৭ ভোট।
এই আসনের মোট ১২৪টি ভোটকেন্দ্রে সোমবার সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
এ ছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীক প্রার্থী সিকদার আনিসুর রহমান এক হাজার ১৮৫ ভোট, গোলাপ ফুল প্রতীক প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান ৭৭১ ভোট, সোনালী আঁশ প্রতীক প্রার্থী ১৭৭ ভোট, ছড়ি প্রতীক প্রার্থী মো. আকতার হোসেন ৫৫ ভোট, ট্রাক প্রতীক মো. তারেকুল ইসলাম ভূঞাঁ ৪৩ ভোট ও ডাব প্রতীক প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন ৩৫ ভোট পেয়েছেন।
এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এই আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের ৫ মাস আগে এ উপনির্বাচন হচ্ছে।
কেআই//