ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

চীনে শক্তিশালী টাইফুন তালিমের আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১ এএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৯:০৪ এএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার

চীনের গুয়ানডং প্রদেশে আঘাত করেছে শক্তিশালী টাইফুন তালিম। জারি করা হয়েছে কমলা সতর্কতা।

চীনের আবহাওয়া অফিস বলছে, বাতাসের গতিবেগ ঘন্টায় ১শ’ ৪০ কিলোমিটার। বিবিসি বলছে, তালিম স্থানীয় সময় ১০টা ২০ মিনিটের দিকে আঘাত হানে। 

দেশটির দক্ষিণ উপকূল বরাবর আঘাত করায় ভূমিধস সৃষ্টি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও তেমন কিছু জানা যায়নি। 

এর আগে, টাইফুন তালিম ধেয়ে আসায় চীনের দক্ষিণাঞ্চল ও ভিয়েতনামে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে কয়েক ডজন ফ্লাইট। 

অপরদিকে, ভিয়েতনাম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কোয়াং নিন এবং হাই ফং প্রদেশের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ৩০ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। 

এএইচ