ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

চলমান তাপপ্রবাহ নিয়ে সতর্ক করলো বিশ্ব আবহাওয়া সংস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮ এএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার

ইউরোপ এবং আমেরিকা মহাদেশের চলমান তাপপ্রবাহ আগস্ট মাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। পাশাপাশি, চরম ঝুঁকিতে বিশ্বের লাখ লাখ মানুষ। 

বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, বিশ্বজুড়ে চরম তাপপ্রবাহ এখন সহনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

রোববার চীন এবং যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রেকর্ড করা হয়েছে ৫৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় দেখা দিয়েছে দাবানল। আগামী কয়েকদিনের জন্য ইতালির রাজধানী রোম, ফ্লোরেন্স এবং বোলোগনাসহ পর্যটন স্পটগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

সম্প্রতি ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় ৪৮ ডিগ্রি সেলসিয়াসে। যা সর্বকালীন রেকর্ড। এদিকে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৫৬ ডিগ্রি সেলসিয়াস। এমনকী এশিয়ার বিভিন্ন দেশেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই ওপরে।

এএইচ