ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ১৯ জুলাই ২০২৩ বুধবার

উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন। বুধবার স্থানীয় সময় ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে। দ্য সানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশটির ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ভোর ৪টার দিকে রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দক্ষিণের তামানরাসেত শহরে যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর মুহুর্তেই বাসটিকে আগুন ধরে যায়। এতে বাসের ৩৪ যাত্রী পুড়ে মারা গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুর্ঘটনার পর আগুন ধরে যাওয়া বাসটি পুড়ে গেছে। তবে দুর্ঘটনায় আহতদের ব্যাপারে তাৎক্ষণিক কোনও তথ্য পাওয়া যায়নি।

আলজেরিয়ায় প্রায়ই প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৯০৭ জনের প্রাণহানি ঘটেছে।

এমএম//