নারী বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডে বন্দুক হামলা, নিহত ২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২১ এএম, ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপ ফুটবল শুরুর কয়েক ঘণ্টা আগে বন্দুক হামলায় ২ জন নিহত হয়েছে। আহত পুলিশ কর্মকর্তাসহ ৬ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে অকল্যান্ডে নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাল্টা গুলি চালায়। পরে ভবন থেকে বন্দুকধারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।
হতাহত ও বন্দুকধারীর পরিচয় এখনও জানা যায়নি।
দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স এ ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড নয় বলে জানিয়েছেন। একইসঙ্গে নারী ফুটবল বিশ্বকাপে এর কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
তবে খেলোয়াড়দের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। অকল্যান্ডের ইডেন পার্কে নবম নারী ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও নরওয়ে।
এএইচ