টাঙ্গাইলে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত : ১০:৫৮ এএম, ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
টাঙ্গাইলের সখীপুর পাহাড়ী এলাকায় দুই ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতের যে কোন সময় উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় তাদের দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহতরা হচ্ছেন বাংলা বাজার বড় চওনা এলাকার আবুল হোসেনের ছেলে মো. শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৮)।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ছামাদ মিয়া জানান, শাহজালাল বাঘেরবাড়ি চৌরাস্তায় মনোহারি দোকান করতো। সেই দোকান থেকে রাত ১০টার পর তারা বাড়ি আসতে ছিল। সকালে তাদের লাশ দেখে স্থানীয়রা। লাশের মাথা, বুকসহ শরীরের বিভিন্ন কোপের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে, কোন মাদকসেবীরা টাকার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারণ শাহজালাল মনোহারি দোকানের পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসাও করতেন।
সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ঘটনাটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এএইচ