ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

উপনির্বাচন

সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান হলেন ওমর ফারুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮ পিএম, ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে তালা প্রতীকের প্রার্থী ওমর ফারুক বিজয়ী হয়েছেন। তিনি  পেয়েছেন ১৫ হাজার ৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহীম (জিল্লু) পেয়েছেন ১৩ হাজার ১১০ ভোট, টিউবওয়েল প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন সন্দ্বীপী পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট। 

এই উপ-নির্বাচনে ভোটারের উপস্থিতির হার ছিল ১৩ দশমিক ১৩ শতাংশ। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান এ তথ্য জানান।

গতকাল বুধবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর দুইটা পর্যন্ত কয়েকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে জানা যায়, সকাল থেকে ভোটারের উপস্থিতি কম থাকলেও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে উত্তর সন্দ্বীপের কেন্দ্রগুলো থেকে চশমা প্রতীকের এজেন্টদের বের করে দেয়া এবং ভোটে ফলাফলে অনিয়মের অভিযোগ করেন প্রার্থী মো. ইব্রাহীম জিল্লু। 

তবে ফলাফল ঘোষণার পর সন্ধ্যায় সন্দ্বীপ উপজেলা চত্বরে চশমা প্রতীকের সমর্থকরা তালা প্রতীকের বিরুদ্ধে শ্লোগান দেওয়া শুরু করে। 
কেআই//