ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

মাছের দাম ক্রেতার নাগালে নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১০ পিএম, ২১ জুলাই ২০২৩ শুক্রবার

মাছের দাম ক্রেতার নাগালে নেই অনেকদিন। বর্ষার ভরা মৌসুমেও কমেনি দাম, বরং আরও বেড়েছে। বাড়তি দামের তালিকায় যুক্ত জিরাও। কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী কাঁচা মরিচ, টমেটো। আলু ও চিনির দাম রয়েছে অপরিবর্তিত। 

বেশ কয়েকমাস ধরে অস্থির নিত্যপণ্যের বাজার। তবে ব্রয়লার মুরগির বাজার এখন কিছুটা নিম্নমুখী। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম কমেছে ১০ টাকা পর্যন্ত।

বাজারে স্থিতিশীল গরু ও খাসির মাংসের দাম। প্রতিকেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা ও প্রতিকেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। দাম বাড়েনি ডিমেরও। বাজারে প্রতি ডজন লাল ডিম ১৪০ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

ঊর্ধ্বমুখী সব ধরনের মাছের দাম। তবে ঈদের তিন সপ্তাহ পর ইলিশ মাছের দাম কিছুটা কম। ব্যবসায়ীরা বলছেন, ইলিশের সরবরাহ বাড়লে অন্যান্য মাছের দামও কমে আসবে।

সবজির বাজারে  পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা, রসুন, আলু ও শাক-সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও  সেই অর্থে দাম কমেনি।

এদিকে সরবরাহ ঠিক থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি। জিরার দামও বাড়তি । 

এসবি/