ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

তীব্র তাপদাহ: হাজার বছরের রেকর্ড গড়তে পারে জুলাই

আজহারুল ইসলাম

প্রকাশিত : ০৮:৩৯ এএম, ২২ জুলাই ২০২৩ শনিবার

বিশ্বজুড়ে বইছে তীব্র তাপদাহ। প্রবল গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুমিছিল। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশে নেয়া হয়েছে সতর্কতা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে, জুলাইতে গরমের তীব্রতা আরও বাড়বে। 

গরমে পুড়ছে আমেরিকা, চীন। গত কয়েক দিনে তাপমাত্রার একাধিক রেকর্ড ভেঙেছে ইউরোপ।

ইতালির রাজধানী রোমে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় দেশটির কর্তৃপক্ষ হিট স্ট্রোকের সতর্কতা জারি করেছে। এরই মাঝে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। 

স্পেনের ক্যানারি আইল্যান্ড ও আন্দালুসিয়া অঞ্চলে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। তীব্র গরমের কারণে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের শীর্ষ পর্যটনকেন্দ্র অ্যাক্রোপলিস বন্ধ রয়েছে। 

এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ তাদের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে তাপপ্রবাহ রেকর্ড ছাড়াতে পারে বলে সতর্ক করেছে। পৃথিবীর অন্যতম উষ্ণ স্থান ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। 

আর, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ লোকজনকে দিনের বেলায় অকারণে ঘরের বাইরে যেতে নিষেধ করেছে। একই সঙ্গে পানিশূন্যতা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীদের আশঙ্কা, একশ’ বছরের মধ্যে উষ্ণতম মাস হতে চলেছে চলতি জুলাই। তবে শেষ পর্যন্ত তা শতাব্দীর পরিবর্তে হাজার বছরেরও রেকর্ড গড়তে পারে ২০২৩ সালের জুলাই মাস।

এএইচ