ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

মধ্যরাতে উঠছে মাছ ধরায় নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯ এএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার | আপডেট: ০৯:৩৯ এএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার

আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে বঙ্গোপসাগরে মাছ ধরার ৬৫ দিনের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছের প্রজনন মৌসুম হওয়ায় ২০ মে থেকে ২৩ জুলাই উপকূলীয় এলাকার ২শ’ নটিক্যাল মাইল পর্যন্ত সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।

দুই মাসেরও বেশি সময় পর মধ্যরাত থেকে মাছ আহরণে সাগরযাত্রার প্রস্তুতি নিচ্ছেন উপকূলীয় বরগুনার জেলেরা। 

তারা জানান, সরকারের দেয়া ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই মাছ ধরতে ফের বঙ্গোপসাগরে যাত্রা করবেন তারা। 

এরই মধ্যে অনেকেই ট্রলার ও জাল মেরামত শেষ করেছেন। জাল উঠাচ্ছেন ট্রলারে।

নিষেধাজ্ঞা চলার সময় জেলে পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হয়। তবে অনেক জেলে পরিবার এই সহায়তা না পাওয়ায় কষ্টে দিন কাটাতে হয়েছে। 

সবমিলিয়ে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় খুশি সাগরপাড়ের জেলেরা।

এএইচ