ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মেক্সিকোয় বারে পেট্রোল বোমা হামলায় নিহত ১১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২ এএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার

মেক্সিকোতে একটি বারে আগুন লেগে ১১ জন নিহত হয়েছে। নারীদের প্রতি খারাপ আচরণের কারণে এক ব্যক্তিকে ওই বার থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই ব্যক্তিই পরবর্তীতে ফিরে এসে বারে আগুন ধরিয়ে দিয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ শনিবার (২২ জুলাই) নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে অবস্থিত উত্তরাঞ্চলীয় সোনোরা রাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সোনোরার প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে সাত পুরুষ এবং চার নারী প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

প্রসিকিউটরের অফিস জানিয়েছে, নারীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করার জন্য ওই ব্যক্তিকে বার থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে তিনি ফিরে এসে বারে একটি জ্বলন্ত বস্তু নিক্ষেপ করেন। সম্ভবত তিনি মোলোটভ ককটেল ছুড়ে মারেন। এতে বারে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ ওই হামলাকারীর পরিচয় জানান চেষ্টা করছে বলে উল্লেখ করা হয়েছে।

এমএম//