চীনের একটি স্কুলের ছাদ ধসে ১১ জন নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:১৮ পিএম, ২৪ জুলাই ২০২৩ সোমবার
চীনের একটি স্কুলের ছাদ ধসে ১১ জন নিহত হয়েছে। ওই ঘটনায় এখনো ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন অনেকে।
সংবাদমাধ্যমগুলো জানায়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের হেইলংজিয়াং প্রদেশের কিকিহারে মিডেল স্কুলের জিমের ছাদ ধসে পড়ে।
সেখান থেকে উদ্ধার করার পর চারজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। চিকিৎসাধীন অবস্থায় আরও সাত জনের মৃত্যু হয়। ১শ’ ৬০ জন উদ্ধারকর্মী এবং ৩৯টি দমকলের গাড়ি উদ্ধারকাজে অংশ নেয় বলে জানা গেছে।
ওই দুর্ঘটনার পর প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণ শ্রমিকরা ভবনটির ছাড়ে দানাদার পার্লাইট ব্যবহার করেছিলেন। ভারী বৃষ্টির ফলে পার্লাইট প্রসারিত হয়ে ছাদ ধসে পড়ে। যে কোম্পানি ওই ভবনের নির্মাণ কাজের সঙ্গে জড়িত ছিলেন এর সদস্যদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এসবি/