মস্কোর কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২৮ এএম, ২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার
রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রে দুটি ভবনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সংবাদমাধ্যম গুলো জানায়, একটি বহুতল ভবনের ওপরের অংশ ধ্বংস হয়ে গেছে। অন্য ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া দ্বীপে অন্তত ১৭টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
এসব ড্রোনের কয়েকটি আঘাত হেনেছে গোলাবারুদ ডিপোতে। এদিকে, মস্কোর দুই ভবনে হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো।
রোববার ইউক্রেনের ওডেসায় কৃষ্ণসাগর বন্দরে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়। এর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর এক দিন পরই খোদ মস্কোতে হামলা হলো।
এসবি/