ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার

'নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্য বিষয়টিকে ধারণ করে চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১২ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সড়ক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একস্থানে গিয়ে সমাপ্তি হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাছের উৎপাদন বাড়লে পুষ্টির চাহিদা মেটানো সম্ভব। আমাদের জলাশয় সংরক্ষণ করতে হবে। জলাশয় গুলোকে তার মতো করে থাকতে দিতে হবে। জলাশয় ভরাট করা যাবে না। খামারিদের টিকিয়ে রাখতে হবে। কারণ, খামারিরা আমাদের প্রকৃত বিজ্ঞানি। 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান সহ আরও অনেকে। 

আলোচনা সভায় স্বাগত বক্তব্যের পাশাপাশি মৎস্য চাষের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন চুয়াডাঙ্গা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম। মৎস্য চাষীদের মধ্যে বক্তব্য রাখেন ফজলুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু রাশেদ, জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচিসহ আরও অনেকে। 

আলোচনা সভা শেষে জেলায় মৎস্য উৎপাদনে বিশেষ ভুমিকা পালন করায় ৩ জন মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

বড় মাছ উৎপাদনে বিশেষ ভুমিকা রাখায় শ্রী বিজয় হালদার, তেলাপিয়া-পাঙ্গাস মিশ্র চাষে বিশেষ ভুমিকা রাখায় তরিকুল ইসলাম ও পাঙ্গাস মাছ চাষে বিশেষ ভুমিকা রাখায় আলী আজমকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

এমএম//