ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

পশ্চিমাদের অস্ত্র নিয়েও রাশিয়ার সঙ্গে পারছে না ইউক্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১০ পিএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

পশ্চিমা অস্ত্র নিয়েও রাশিয়ার সামনে কুলাতে পারছে না ইউক্রেন। ইউক্রেনের পাল্টা আক্রমণের দায়িত্বে থাকা জেনারেল ওলেক্সান্ডার তারভাস্কি জানিয়েছেন, রাশিয়া কয়েক স্তরের ভূমি মাইন বিছিয়ে রেখেছে। এছাড়াও কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যূহ গড়ে রেখেছে রুশ সেনারা। ফলে পশ্চিমাদের সরবরাহ করা ট্যাংক ও সাঁজোয়াযানের মতো বাহন রণাঙ্গণে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

জেনারেল ওলেক্সান্ডার তারভাস্কি বলেছেন, সে কারণেই সেনাদেরই সব ধরনের কাজ করতে হচ্ছে। 

এই জেনারেলের দাবি, ইউক্রেনের সেনাদের পাল্টা প্রতিরোধ ঠেকাতে সবধরনের ‘পেশাদার মান’ বজায় রেখে চলেছে রাশিয়ার সামরিক বাহিনী। 

তিনি বলেন, ‘আমি কোনোভাবেই শত্রুদের ছোট করে দেখছি না।’

বিভিন্ন পর্যবেক্ষণেও দেখা গেছে, পশ্চিমাদের পাঠানো ট্যাংক ও সাঁজোয়াযান ইউক্রেনের সেনাদের খুব একটা সুবিধা করে দিতে পারছে না।

এরইমধ্যে রুশ হামলায় পশ্চিমাদের পাঠানো বেশ কয়েকটি লিওপার্ড ট্যাংক এবং যুক্তরাষ্ট্রের ব্রাডলে ফাইটিং ভেহিক্যাল ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইউক্রেনের ৪৭তম ব্রিগেডকে ব্যাপক আকারে পশ্চিমা অস্ত্রশস্ত্র সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হলেও রাশিয়ার প্রতিরোধের মুখে তারা সামনে অগ্রসর হতে পারছে না। 

সূত্র: বিবিসি
এমএম//