ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রাজধানীর প্রবেশপথে অবস্থানের ঘোষণা দিল আ. লীগও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২ পিএম, ২৮ জুলাই ২০২৩ শুক্রবার

শনিবার রাজধানীর প্রবেশপথগুলোতে অবস্থান নেবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ শুক্রবার রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং যুবলীগের পক্ষ থেকে কর্মসূচি পালনে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, সকালে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলোতে অবস্থান নেবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১১টার আগেই নেতাকর্মীদের জমায়েত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তারা বিএনপির অবস্থানের কাছাকাছি দূরত্বে থাকবেন। বিএনপির নেতাকর্মীরা রাজপথে সহিংসতার চেষ্টা করলে প্রতিহত করতে কাজ করবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর গাবতলী ও আব্দুল্লাহপুর অবস্থান নেবেন। দক্ষিণের নেতাকর্মীরা কমলাপুর, সায়েদাবাদ, সদরঘাটসহ একাধিক স্থানে থাকবেন।

ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম কালের কণ্ঠকে বলেন, বিএনপির কর্মসূচির কাছাকাছি স্থানে আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান করবে। তারা যেসব স্থানে থাকবে আমাদের নেতাকর্মীরাও সেসব স্থানের কাছাকাছি অবস্থান নেবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানও কালের কণ্ঠকে বলেন, আমাদের নেতাকর্মীরা রাজপথে থাকবে। অবস্থান বুঝে আমরা ব্যবস্থা নেব।

সমাবেশ বা মিছিল কর্মসূচি পালন করব।

যুবলীগের পক্ষ থেকে আব্দুল্লাহপুর, টঙ্গি, গাবতলী ও আমিনবাজারে অবস্থান কর্মসূচি পালন হবে। শনিবার সকাল ১১টার আগেই সংগঠনের নেতাকর্মীরা এসব এলাকায় সতর্ক অবস্থান নেবেন।

আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, বিএনপিকে রাজপথ ফাঁকা ছেড়ে না দেওয়ার কৌশল নিয়েছে আওয়ামী লীগ। বিএনপির কর্মসূচির দিনে নিয়মিত কর্মসূচি দেবে আওয়ামী লীগও।

দলের কেন্দ্রীয় নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন, বিএনপিকে মাঠ ফাঁকা ছেড়ে দিলে তারা বড় ধরনের নাশকতা চালাতে পারে। যা সামাল দেওয়া আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে কঠিন হবে।

কেআই//