টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল ক্রিকইনফো
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ জানিয়েছে ক্রিকেটে বিষয়ক অনলাইন মাধ্যম ক্রিকইনফো। ৪ জুন থেকে খেলা শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত।
আগামী বছর ছোট সংস্করণের বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।
ক্রিকইনফো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ম্যাচগুলো হবে ফ্লোরিডা, মরিসভিল, ডালাস, নিউইয়র্কে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৬ ভেন্যুতে হবে খেলাগুলো।
২০২৪ সালের বিশ্বকাপে ২০টি দল প্রথম রাউন্ডে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। আর প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সুপার এইটে।
চারটি করে দল নিয়ে দুটি গ্রুপ হবে সুপার এইটে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনাল। দুই গ্রুপ থেকে দুটি দল খেলবে ফাইনাল।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত যোগ্যতা অর্জনকারী দলগুলো হল- ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, ভারত, ইংল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং নেদারল্যান্ডস।
এএইচ