ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

ফেনীতে চালু হলো পৌর মহিলা বাস সার্ভিস

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৩০ জুলাই ২০২৩ রবিবার

ফেনীর ইতিহাসে প্রথম বারের মত নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করেছে ফেনী পৌরসভা। 

রোববার সকালে পৌরসভা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ এ বাসগুলো শহরের বিভিন্ন স্থানে চলাচল শুরু করেছে।

পৌরসভা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী,অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান। 

এসময় পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
জেলা শহরে ব্যতিক্রম এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিকরাও।

এএইচ