ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০ এএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার

লেবাননে ফিলিস্তিনি একটি শরণার্থী শিবিরে ব্যাপক সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া, সংঘর্ষে আহত সাতজনের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার।

সোমবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী সিডনের কাছে অবস্থিত দেশটিতে সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী শিবিরে এই সংঘর্ষ হয়।

 নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাত পরিচয়ের এক বন্দুকধারী সশস্ত্র গোষ্ঠীর সদস্য মাহমুদ খলিলকে হত্যার চেষ্টা করতে গিয়ে তার এক সঙ্গীকে হত্যা করলে সংঘর্ষ বাধে। হত্যাকাণ্ডের পর থেকে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

লেবাননের ফিলিস্তিনি শিবিরগুলোর ‘নিরাপত্তা ও স্থিতিশীলতা’ ক্ষুণ্ন করার লক্ষ্যে ‘জঘন্য ও কাপুরুষোচিত অপরাধ কার্যক্রমের’ নিন্দা করেছে ফাতাহ।

ফাতাহ এক বিবৃতিতে জানায়, ঘৃণ্য এক অভিযানের সময় কমান্ডার আশরাফ আল-আরমৌচি ও তার চার সঙ্গী নিহত হয়েছেন।

পরিস্থিতির অবনতির আশঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। 

এএইচ