বেরোবি’র সহকারী প্রভোস্টে নতুন দুই মুখ
বেরোবি প্রতিনিধি
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট হিসেবে দুই শিক্ষককে আগামী দুই বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।
রোববার (৩০ জুলাই) রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের এ পদে দায়িত্ব প্রদান করা হয়।
এতে বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রভোস্টগণ তাদের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।
সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হারুন-আল-রশীদ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক সামসুল আলম।
প্রসঙ্গত, তাদের এই নিয়োগ আদেশ ২৬ জুলাই ২০২৩ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।
এএইচ