ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

শেষ টেস্ট জিতে অ্যাশেজ সিরিজে সমতায় ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১ এএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার

ওভালে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে ৪৯ রানে হারিয়ে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করল ইংল্যান্ড।

ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টির কারণে চতুর্থ টেস্ট ড্র হওয়ার পরই অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করে অস্ট্রেলিয়া। পঞ্চম টেস্টে জয়ের জন্য ৩৮৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া ৩৩৪ রানেই অলআউট হয়। 

প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৮৩ রানে গুটিয়ে গেলে অস্ট্রেলিয়া অলআউট হয় ২৯৫ রানে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৩৯৫ রান কড়লে অস্ট্রেলিয়ার টার্গেট দাড়ায় ৩৮৪। 

৩৮৪ রানের বড় লক্ষ্য তাড়ায় বিনা উইকেটে ১৪০ ও একটা পর্যায়ে ৩ উইকেটে ২৬৪ রানের শক্ত অবস্থানে ছিল অস্ট্রেলিয়া। ৭ উইকেট হাতে রেখে দরকার ছিল ১২০ রান। এরপরই নাটকীয় ধসে ৩৩৪ রানে গুটিয়ে যায় তারা।

বড় অবদান রাখেন পেসার ক্রিস ওকস ও স্পিনার মইন আলি। তারা দুজনে মিলেন নেন সাত উইকেট। ওকসের শিকার সর্বোচ্চ চারটি।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে শেষ দুটি উইকেট নেন ব্রড। পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের শেষ বলে উইকেট নিয়ে দলকে জেতানোর পাশাপাশি ব্রড নিজেও থামলেন জয় দিয়েই।

টেস্টে ৬০৪ উইকেট নিয়ে খেলা শেষ করলেন ৩৭ বছর বয়সী ইংলিশ পেসার ব্রড। পেস বোলিংয়ে টেস্ট ইতিহাসে ব্রডের চেয়ে বেশি উইকেট আছে কেবল তার বোলিং জুটির দীর্ঘদিনের সঙ্গী জেমস অ্যান্ডারসনের, ৬৯০টি। 

এএইচ