ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

ওডেসার গুরুত্বপূর্ণ অবকোঠামোতে রুশ ড্রোন হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২ আগস্ট ২০২৩ বুধবার

ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওডেসার গুরুত্বপূর্ণ অবকোঠামোতে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এখন পর্যন্ত হতাহতের তেমন কোনো খবর পাওয়া যায়নি।

ওডেসার আঞ্চলিক প্রধান ওলেহ কিপার জানান, হামলায় একটি শস্য সংরক্ষণ গুদাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ ড্রোনগুলো দানিয়্যুব নদীর গুরুত্বপূর্ণ বন্দর ইজমাইলের দিকে যাচ্ছিল বলে ধারনা করছে ইউক্রেন।

এরইমাঝে, ঘটনাস্থলে পৌঁছেছে জরুরি পরিষেবার কর্মীরা। শস্যচুক্তি থেকে প্রত্যাহারের পর ইউক্রেনের কৃষ্ণ সাগরে থাকা জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিলো রাশিয়া। এ কারণে বিকল্প পথ হিসাবে দানিয়্যুবের গুরুত্ব বেড়েছে।   

এসবি/