কলেজছাত্র প্রান্ত হত্যায় জড়িতরা গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২ আগস্ট ২০২৩ বুধবার
ফরিদপুরে কলেজশিক্ষার্থী প্রান্ত মিত্র হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং জাকের পার্টির সভাপতির উপর হামলার আসামিদের গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে আজ বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়।
পুলিশ সুপার মোঃ শাহজাহান জানান, গত ২৫ জুলাই রাত ২টার দিকে আলীপুর ব্রীজের কাছে একদল ছিনতাইকারীর হামলায় নিহত হয় প্রান্ত মিত্র। ছিনতাইকারীরা প্রান্ত মিত্রের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় এবং বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
এ ছিনতাইকারী চক্রটি শহরের কমলাপুর এলাকায় ভোর পাঁচটার দিকে জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়াকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। একই রাতে তারা শহরের বিভিন্ন স্থানে আরও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটায়।
পুলিশ ভিডিও ফুটেজ দেখে ছিনতাইকারী চক্রটিকে সনাক্ত করে। পরে বিভিন্ন স্থান থেকে এসব ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন সজীব শেখ, ইস্রাফিল মল্লিক, সিফাতুল্লাহ বেপারী ও মাসুম শেখ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ছুরি, চাপাতি উদ্ধার করে পুলিশ।
এএইচ