জাস্টিন ট্রুডোর বিচ্ছেদের ঘোষণা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৬ এএম, ৩ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৫৩ এএম, ৩ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তার স্ত্রী সোফি (৪৮) বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রী নিজেই। এর মধ্য দিয়ে এই দম্পতির ১৮ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটলো।
বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
ইন্সটাগ্রামে পোস্ট করা বিবৃতিতে ট্রুডো লিখেছেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন আলোচনার পর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদ হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক ও একে অপরের প্রতি শ্রদ্ধা থাকবে বলে বিবৃতিতে বলা হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই দম্পতি বৈধভাবে বিচ্ছেদের চুক্তিতে সাক্ষর করেছেন।
জাস্টিন-সোফি তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি যৌথ বিবৃতিতে জানান, এ সিদ্ধান্তটি নেওয়ার আগে তাদের মধ্যে অনেকভাবেই আলোচনা হয়েছিল। যা ছিল অর্থবহ এবং জটিল। তবে সন্তানদের মঙ্গল ও সম্মানের জন্য বিচ্ছেদের বিষয়টি গোপন রাখতে চাইলেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছেন।
২০০৫ সালের মে মাসের শেষে বিয়ে করেন জাস্টিন ট্রুডো ও সোফি। তাদের তিন সন্তান রয়েছে। এদের মধ্যে একজনের বয়স ১৫ বছর আরেকজনের ১৪ বছর এবং তৃতীয়জনের নয় বছর।
এএইচ